১। অফিসের নাম:-
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, মুরাদনগর , কুমিল্লা।
২। অফিস পরিচিতি:-
প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় রয়েছে। অফিসটি খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের অধীন পরিচালিত ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্তৃক নিয়ন্ত্রিত।
৩। অফিসের জনবল কাঠামো:-
অফিস প্রধানের পদবি- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, তাঁকে সহায়তা করার জন্য রয়েছে খাদ্য পরিদর্শক ০১ (এক) জন , উপ- খাদ্য পরিদর্শক ০১ (এক) জন । অফিস সহকারী ০১ (এক) জন, এবং ০১ (এক) জন খন্ডকালীন ঝাড়ুদার।
৪। আওতাধীন অফিস:-
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অধীনে ১টি স্থানীয় খাদ্য গুদাম ১টি এলজিআরডি খাদ্য গুদাম ও ১টি টিপিসি খাদ্য গুদাম রয়েছে। এলএসডি গুদামে ১ জন খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, ১ জন সহ- উপ-খাদ্য পরিদর্শক ও ৩ জন নিরাপত্তা প্রহরী ও এলজিআরডি গুদামে ১ জন খাদ্য পরিদর্শক ২ জন নিরাপত্তা প্রহরী এবং টিপিসি গুদামে ১ জন খাদ্য পরিদর্শক ও ২ জন নিরাপত্তা প্রহরী রয়েছে । খাদ্য নিরাপত্তা ও আপদকালীন মজুদ করার লক্ষ্যে খাদ্য নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে।
৫। অফিসের কার্যক্রম:-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্তৃক সরাসরি কৃষকদের নিকট হতে গম ও কৃষকের অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করে খাদ্য গুদামে মজুদ করে খাদ্য নিরাপত্তা বিধান। তাছাড়া:
(ক) কর্মভাবকালীন সময়ে ( মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর) মাসে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে হতদরিদ্রদের মাঝে কার্ডের মাধ্যমে ১৫/- টাকা কেজি দরে চাল বিক্রয় করা হয়।
(খ) বাজার মূল্য স্থিতিশীল রাখতে সরকার নির্দেশিত সময়ে ওএমএস ( খোলা বাজারে বিক্রি) চাল ও আটা বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়।
(গ) টিসিবি খাতে কার্ডের মাধ্যমে ওএমএস এর চাল বিক্রি করা হয়।
(ঘ) সকল উন্নয়ন মূলক কাজের অনুকুলে খাদ্যশস্য বিতরণ। যেমনঃ-
১। কাজের বিনিময় খাদ্য (কাবিখা)।
২। ভিডব্লিউবি ( ভারনারেবল উইমেন বিনেফিট)
৩। ভিজিএফ
৪। জি. আর
৫। ইপি/ওপি খাতে ছাড়পত্র পাওয়ার সাথে সাথে ডিও ইস্যুকরণ।
(ঙ) বিভিন্ন ভোগ্যপণ্যের দৈনিক বাজারদর উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রদান করা। এবং(
(চ) পাইকারী/ খুচরা খাদ্যশস্য ব্যবসায়ীদেরকে ফুডগ্রেইন লাইসেন্স, ময়দামিলের লাইসেন্স এবং রাইস মিল মালিকদের কে মিলের লাইসেন্স প্রদান করে সরকারী বিধিবিধানের আওতাভূক্ত করণ। তাছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা অন্যান্য কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সহিত সম্বনয় রেখে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
মুরাদনগর খাদ্য গুদাম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস