Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, মুরাদনগর, কুমিল্লা এর ওয়েব পোর্টালে আপনাকে  স্বাগতম


এক নজরে

০১। অফিসের নাম:-

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, মুরাদনগর , কুমিল্লা।

০২। অফিস পরিচিতি:-

প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় রয়েছে। অফিসটি খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের অধীন পরিচালিত ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্তৃক নিয়ন্ত্রিত।

০৩। অফিসের জনবল কাঠামো:-

অফিস প্রধানের পদবি- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, তাঁকে সহায়তা করার জন্য রয়েছে খাদ্য পরিদর্শক ০১ (এক) জন , উপ- খাদ্য পরিদর্শক ০১ (এক) জন । অফিস সহকারী ০১ (এক) জন, এবং ০১ (এক) জন খন্ডকালীন ঝাড়ুদার।

০৪। আওতাধীন অফিস:-

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অধীনে ( ৫০০ ও ১০০০ মে.টন করে)   ১টি স্থানীয় খাদ্য গুদাম রয়েছে। গুদামে  ১ জন খাদ্য পরিদর্শক তথা ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্বে নিয়োজিত আছেন। তাহাকে সহযোগিতা করার জন্য রয়েছেন  ১ জন সহ- উপ-খাদ্য পরিদর্শক ও ৩ জন নিরাপত্তা প্রহরী এবং  ১ জন খন্ডকালীন ঝাড়ুদার। খাদ্য নিরাপত্তা ও আপদকালীন মজুদ করার লক্ষ্যে  খাদ্য নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে।

০৫। অফিসের কার্যক্রম:-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্তৃক স্থানীয় চালকল মালিকদের নিকট হইতে চাল এবং সরাসরি কৃষকদের  নিকট হতে কৃষকের অ্যাপের মাধ্যমে  ধান সংগ্রহ করে  খাদ্য গুদামে মজুদ করে খাদ্য নিরাপত্তা বিধান।  তাছাড়া:


  • (ক) কর্মভাবকালীন সময়ে ( মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর)  মাস খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে হতদরিদ্রদের মাঝে কার্ডের  মাধ্যমে চাল  বিতরণ। 
  • (খ) বাজার   মূল্য স্থিতিশীল রাখতে সরকার নির্দেশিত সময়ে ওএমএস ( খোলা বাজারে বিক্রি)  চাল/ আটা বিক্রয় কার্যক্রম।  
  •  (গ) সকল উন্নয়ন মূলক কাজের অনুকুলে খাদ্যশস্য বিতরণ। যেমনঃ-
  • ১। কাজের বিনিময় খাদ্য (কাবিখা)।
  • ২। টেষ্ট রিলিফ (টি. আর)
  • ৩। ভিডব্লিউবি ( ভারনারেবল উইমেন বিনেফিট)
  • ৪। ভিজিএফ
  • ৫। জি. আর
  • ৬। ইপি/ওপি  খাতে ছাড়পত্র পাওয়ার সাথে সাথে ডিও ইস্যুকর
  • (ঘ) বিভিন্ন ভোগ্যপণ্যের দৈনিক বাজারদর উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রদান করা। এবং
  • (ঙ) পাইকারী/ খুচরা খাদ্যশস্য ব্যবসায়ীদেরকে ফুডগ্রেইন লাইসেন্স, ময়দামিলের লাইসেন্স এবং রাইস মিল মালিকদের কে মিলের লাইসেন্স প্রদান করে সরকারী বিধিবিধানের আওতাভূক্ত করণ। তাছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা অন্যান্য কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সহিত সম্বনয় রেখে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা। বিভিন্ন নির্বাচনী কাজের দায়িত্ব পালন করা।


মুরাদনগর খাদ্য গুদাম